Tuesday, April 8, 2025

সাভার সরকারী কলেজ ছাত্রদল ঘোষণা করলেন ইসরাইলি পণ্য বর্জনের করতে হবে

SHARE



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ করে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে নেতা কর্মীরা।


মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।


এ সময় সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ সভাপতি হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ও মারুফ হাসান, প্রচার সম্পাদক আল-আমীন সহ নেতাকর্মীর অংশ নেন।


নেতাকর্মীরা ইসরাইলের নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা আমাদের নৈতিক দায়িত্ব।


ছাত্রদলের নেতারা বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের কয়েক'শ নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

SHARE

Author: verified_user

0 comments: