কাভারাডোনা’ কেন বলা হয়, এক গোলেই বুঝিয়ে দিলেন কাভারাস্কেইয়া
জর্জিয়ার বয়সভিত্তিক ফুটবলে খেলার সময় প্রায় প্রতিটি ম্যাচেই ১০টির বেশি ড্রিবল করতেন খ্বিচা কাভারাস্কেইয়া। ব্রাজিলের কিংবদন্তি ড্রিবলার গারিঞ্চার নাম অনুসারে তখন থেকেই অনেকে তাঁকে ডাকত ‘কাভারিঞ্চা’ নামে। সময়ের সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি—নাপোলিতে যোগ দেওয়ার আগে তাঁকে ডাকা হতো ‘জর্জিয়ান মেসি’ নামে। আর নাপোলিতে আসার পর শুরু হয় তুলনা ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। তখন থেকেই ফুটবলভক্তরা তাকে ডাকতে শুরু করেন নতুন এক নামে—‘কাভারাডোনা’।
এই নামটাই পরে ইউরোপজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পায়। আর নাপোলিতে তিনি যেন নামটারই প্রমাণ দিয়েছিলেন। আড়াই বছরের ক্যারিয়ারে নাপোলিকে ৩৩ বছর পর সিরি আ শিরোপা এনে দেন কাভারাস্কেইয়া। লিগে সবচেয়ে বেশি গোল করানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও তুলেছিলেন দলকে কোয়ার্টার ফাইনালে।
এ বছরের জানুয়ারিতে পিএসজিতে যোগ দেন তিনি। তবে ক্লাব বদলালেও খেলার ধরনে বদল আসেনি ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। আগের মতোই দুর্দান্ত ড্রিবলিং, আবারো চোখ ধাঁধানো গোল!
গতকাল রাতে প্যারিসে অ্যাস্টন ভিলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কাভারাস্কেইয়ার পা থেকেই দেখা গেল আরেকটি অবিশ্বাস্য গোল। বাঁ প্রান্তে মাঝমাঠের একটু সামনে থেকে বল নিয়ে দৌড় শুরু করেন। ভিলার বক্সের সামনে পৌঁছে ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসিকে চমৎকারভাবে কাটিয়ে বাঁ পায়ে মারেন দুর্দান্ত এক শট—যেটা সরাসরি জালে।
ম্যাচটা শেষ হয় পিএসজির ৩-১ গোলের জয় দিয়ে। ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে প্রশংসায় ভাসালেন কাভারাস্কেইয়াকে, "আমার মতো একজন কোচের জন্য তার মতো মানসিকতার খেলোয়াড় পাওয়া দারুণ ব্যাপার। অসাধারণ একটা গোল করেছে। আমরা আগের মৌসুমেই তাকে নেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি। জানুয়ারিতে যখন তাকে সই করাতে পেরেছি, তখন আসলে এতটা আশা করিনি। সে দলে থাকার সব যোগ্যতাই রাখে।"
নাপোলিতে যেভাবে তিনি ‘কাভারাডোনা’ নামে পরিচিত হয়েছিলেন, পিএসজির হয়ে এই গোল যেন সেই নামের সঙ্গেই মানানসই।
জয়ের পর বিবিসি রেডিও ফাইভকে কাভারাস্কেইয়া বলেন, "কঠিন একটা দলের মুখোমুখি হয়েছিলাম। ফল নিয়ে আমরা খুশি। তবে এখনো কাজ শেষ হয়নি, দ্বিতীয় লেগটা এখনো বাকি আছে, তাই আমাদের আরও ভালো করতে হবে।"
ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, অ্যাস্টন ভিলার মাঠে।
0 comments: