Monday, April 14, 2025

সাভারে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

SHARE



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার ও ভাকুর্তায় পুলিশের অভিযানে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সাভার পৌরসভা এবং ভাকুর্তা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আবু বকর সোহাগ (২২) ও ইয়াছিন ওরফে বুলেট (১৯)।

পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নের ছোলাই মার্কেট এলাকায় ‘শিল্পী স্টুডিও’ নামে একটি ফটোগ্রাফি প্রতিষ্ঠানে ছবির অজুহাতে প্রবেশ করে আবু বকর সোহাগ ও তার দুই সহযোগী। এরপর তারা স্টুডিও মালিক মো. দিদারের গলায় ছুরি ধরে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন দিদার। পরে তিনি সাভার মডেল থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি সুইস গিয়ার চাকুসহ সোহাগকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে অবস্থিত ‘এনআর ফ্যাশন অ্যান্ড এক্সেসরিজ’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ভেন্টিলেটরের ফ্যান খুলে অফিসে ঢুকে ১টি এইচপি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি মনিটর, ৩২ ইঞ্চির একটি র‌্যাংস টিভি এবং চারটি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায়ও ভুক্তভোগী মালিক থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করে এবং চক্রের সদস্য ইয়াছিন ওরফে বুলেটকে গ্রেপ্তার করে।

ওসি জুয়েল মিঞা বলেন, “গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার ছিনতাই ও চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয় মামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

SHARE

Author: verified_user

0 comments: