আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কার্টন কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ও গুলি ছোড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে একটি পিস্তার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জিয়া দেওয়ান (৪০) আশুলিয়ার জিরাব এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সাভারে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ঘটনার বিস্তারিত জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
শাহীনুর কবির বলেন, ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাব এলাকার এসএএস কার্টন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জিয়া ও মামুন গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জিয়া একটি অবৈধ পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর আশুলিয়া থানায় এ–সংক্রান্ত একটি মামলা করা হয়। এরপর আসামিকে আইনের আওতায় আনতে যৌথভাবে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
শাহীনুর কবির জানান, জিয়া দেওয়ানের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাব এলাকার দেওয়ানবাড়ি পারিবারিক কবরস্থানের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ‘মেড ইন ইউএসএ নম্বর-১১১৭, অনলি আর্মি সাপ্লাই’ লেখা রয়েছে। জিয়া দেওয়ানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
0 comments: