Sunday, April 20, 2025

বিস্ময়কর বিনিময় প্রথার নিদর্শন নিয়ে চলছে মুদ্রার প্রদর্শনী

SHARE

 


৬০০ বছর আগের শামসুদ্দিন ইউসুফ শাহের সময়ের রুপার মুদ্রা থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা পাথর দেখা যাওয়া যাবে ‘ঢাকা নিউমিস শো ২০২৫’–এ। আছে উয়ারী–বটেশ্বর থেকে পাওয়া খ্রিষ্টপূর্ব সময়ের প্রাচীন মুদ্রাও। তামা, রুপা ও কপার থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা কড়ির স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

কোনোটি মুদ্রার প্রচলনকারীর নামের সঙ্গে পরিচিত। কোনোটির রয়েছে যুদ্ধ, সংকট ও স্মৃতির স্মারক হিসেবে ঐতিহাসিক গুরুত্ব। যেমন ফরাসি বিপ্লবের সময় ব্যবহার করা কাগজের নোটটি। এর সংগ্রাহক এ কে এম কামরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বললেন, তাঁর সংগ্রহে থাকা এক কোনা ছেঁড়া কাগজের এই মুদ্রার প্রচলন ছিল ১৭৮৯ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে। এটি পৃথিবীর অন্যতম বড় মাপের কাগজের নোট।

৭০ জনের বেশি সংগ্রাহকের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। পুরোনো শত শত মুদ্রার গায়ে লেপ্টে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস নিয়ে হাজির হয়েছে শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস)। ঢাকাভিত্তিক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওডিসিএস-ই ঢাকা নিউমিস শো ২০২৫ নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকেরা মনে করছেন, এটি দেশের মুদ্রা-ইতিহাসের অনুরাগী ও সংগ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর সবই ব্যক্তিগত সংগ্রহের। গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়েছেন ইতিহাসপ্রেমী, গবেষক, সংগ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। শেষ হবে রোববার
গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। শেষ হবে রোববার

তিন দিনের প্রদর্শনী শেষ হবে রোববার বিকেল পাঁচটায়। শনিবার দুপুরে এখানে মুদ্রা দেখতে এসেছিলেন আইসিডিডিআরবির সাপ্লাই চেন অফিসার কামরুন্নাহার মৌ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই টাকার পেছনে দৌড়াই। এমন সংগ্রহ দেখলে তখন স্পষ্ট হয় আজকের টাকা এলো কতটা পথ পাড়ি দিয়ে। এমন প্রদর্শনী নগরের মানুষের জন্য আগ্রহ তৈরি করে।’ এই দর্শকের পরিচিত একজন অংশ নিয়েছেন নিজের সংগ্রহ নিয়ে। তিনি ফার্মাসিউটিক্যালের শিক্ষার্থী হলেও তাঁর শখ পুরোনো মুদ্রা জমানো। আসিফ আহমেদের সংগ্রহে আছে বিভিন্ন সময়ের ১০ টাকার নোট। সেখানে স্থান পেয়েছে ১০০ বছর আগের ১০ টাকার নোটও।

প্রদর্শনী ঘুরে দেখা যায়, বিংশ শতকের শুরুতে জার্মানির আর্থিক সংকটের সময়ে প্রচলিত কাগজের নোট আছে। আছে হাজার বছর আগের কুষান জনপদে ব্যবহার করা ধাতব মুদ্রার সংগ্রহও। আয়োজকেরা জানান, তাঁরা একেবারেই ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন এসব মুদ্রা। অনেক দিন ধরেই তাঁরা এমন একটি প্রদর্শনীর আয়োজনের কথা ভাবছিলেন। ওডিসিএসের ২০২২ সালের মার্চে যাত্রা শুরু হলেও এত বড় পরিসরে এটিই প্রথম তাদের আয়োজন।

SHARE

Author: verified_user

0 comments: