Tuesday, April 15, 2025

আমি যদি শিষ্টাচার ভেঙে ফেলি, আপনি সহ্য করতে পারবেন না : হাসনাত আবদুল্লাহ

SHARE


আপসের রাজনীতি করলে আমি আর শিষ্টাচার মানব না" — হুঁশিয়ারি দিলেন হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ ইস্যুতে যাঁরা আপসের (সমঝোতার) রাজনীতি করছেন, তাঁদের সরাসরি সতর্ক করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন,
“অতিসত্বর আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করুন। না হলে আপনারা করবেন আপসের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার ভেঙে দেওয়া আচরণ। আমি যদি তা শুরু করি, সেটা কেউই সহ্য করতে পারবেন না। সাবধান হয়ে যান।”

হাসনাত আরও লেখেন,
“যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান আর আপসবিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা হচ্ছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিলের আকার বাড়ছে। যারা আপস করছেন, তারা যেন বুঝে শুনে সিদ্ধান্ত নেন।”
  

এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল দেখা যায়। ভিডিওটি বিভিন্নজন শেয়ার করে দাবি করেন, মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের একজন সাবেক স্থানীয় নেতা। এরপরই হাসনাত আবদুল্লাহর এই পোস্ট সামনে আসে।

ফেসবুক পোস্টে তিনি কাদের উদ্দেশে কথা বলেছেন, কারা আপস করছেন— এ বিষয়ে জানতে প্রথম আলো তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,
“অনেকেই আপসের রাজনীতি করছেন। পরিস্থিতি অনুযায়ী তাঁদের নাম প্রকাশ করব। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বরদাশত করা হবে না।”
SHARE

Author: verified_user

0 comments: