Monday, April 14, 2025

এসি ঘেরা বিলাসবহুল অফিসে বসে তারা এখন সংস্কারের গল্প করছে তারেক রহমান।

SHARE

 


বিলাসবহুল অফিসে বসে এখন তারা সংস্কারের কথা বলছে’ — তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এসি চালানো দামি অফিসে বসে, বড় বড় জায়গায় বসে এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। যাঁরা আজ সংস্কারের গল্প করছেন, তাঁরা আসলে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন—গাড়ি, বেতন, ভাতা সবই পাচ্ছেন। সেই আরামে বসেই তাঁরা সংস্কারের কথা বলছেন।”

গতকাল রোববার বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘সংস্কার আগে, নির্বাচন পরে’—এমন বক্তব্য দেওয়াদের উদ্দেশে তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, “এখন যাঁরা সংস্কারের কথা বলছেন, তাঁদের মধ্যে কতজন শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন? সেই কঠিন সময়ে কেউ কি রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন?”

তিনি বলেন, “বিএনপি যখন সংস্কারের কথা বলেছে, তখন আমরা রাজপথে লড়ছি। একদিকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, অন্যদিকে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সংস্কারের রূপরেখা দিয়েছি। সরকারবিরোধী অবস্থানে থেকেও আমরা ৩১ দফা সংস্কার পরিকল্পনা করেছি, যখন আমাদের নেতাকর্মীরা জেলে, হাজারো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা চলছে, হয়রানি চলছে।”

তারেক রহমান আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য বদলাতে একটি গঠনমূলক সংস্কার আনবে। ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, এমনকি কেউ কেউ অনৈতিক কাজেও জড়াতে পারে। কিন্তু আমাদের বড় গুণ হলো—আমরা কখনো অন্যায় অস্বীকার করি না।”

এই প্রসঙ্গে তিনি অন্য রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, “অনেক দলের নেতাদের নিয়ে নানা খবর শুনি। কিন্তু কেউ কি দেখেছেন তারা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? আমরা কিন্তু সেটি করছি। আমরা স্পষ্ট করে বলেছি, কেউ অন্যায় করলে সে আর বিএনপির সদস্য হতে পারে না। অন্যায়কারীর পরিচয় একটাই—সে একজন অন্যায়কারী। তার সঙ্গে বিএনপির সম্পর্ক থাকতে পারে না।”

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়—এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। এটা একা দল করে সম্ভব নয়। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ৩১ দফার বাস্তবায়ন করতে পারব।

SHARE

Author: verified_user

0 comments: