Wednesday, April 30, 2025

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ এক জন গ্রেপ্তার

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবে-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী মাসুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েকটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। এ চক্রের সদস্যরা এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানায় র‍্যাব।

SHARE

Author: verified_user

0 comments: