সাভারে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইয়াবা, গাঁজা, মদ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
তিনি জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাভার থানাধীন বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১ বোতল মদ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. সুমন (২৫), ইউসুফ রহমান (২০), আনান হোসেন (২১), দীপক সূত্রধর (২৪), সুলতান কাজী (৫২) এবং মনিরা খাতুন (৪১)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার একটি চেকপোস্টে ‘ইতিহাস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস থামানোর সময় এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এছাড়া বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে সিলভার ও কালো রঙের দুটি সুইস গিয়ার চাকু জব্দ করা হয়।
সন্ধ্যায় আমিনবাজার বড়দেশী এলাকায় মাদক বেচাকেনার গোপন খবরে অভিযান চালিয়ে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া অন্যান্য অপরাধে আরও দুই জনকে গ্রেফতারসহ গত ২৪ ঘণ্টায় মোট ৮ জনকে আটক করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
0 comments: