আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় টংগাবাড়ি এলাকায় রোকসানা আক্তার(২৮)নামক এক গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেন ঘাতক স্বামী।তবে এলাকাবাসী টের পাওয়ায় পলাতক রয়েছেন নিহতের গৃহবধূর ঘাতক স্বামী।রোববার(২০শে এপ্রিল ২০২৫ইং) আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রোকসানা আক্তার(২৮)শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।
এছাড়া নিহত রোকসানা আক্তার(২৮)আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
এঘটনার বিষয়েএলাকাবাসী ও থানা পুলিশ তথ্যসূত্র থেকে জানা যায়,আশুলিয়ার টংগা বাড়িতে রোকসানা আক্তার(২৮)তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
রোববার ভোর আনুমানিক ৪ ঘটিকার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পায়,পরবর্তীতে বাড়ির লোকজন নিচে নেমে নিহত রোকসানার কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন।
এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভাতে সক্ষম হয় এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন।পরে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ দেখতে পায়,পরে মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসেন।
এ ঘটনার বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক(এসআই)ওমর ফারুক বলেন,রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ধারণা করা হচ্ছে,দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী।
এছাড়া নিহতের মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও ঘটনার সাথে জড়িত নিহত স্বামী পলাতক রয়েছে তাকে আটকের তৎপরতা চলছে।এছাড়া এই ঘটনায় থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
0 comments: