Friday, April 18, 2025

সাভারের ডিবি পরিচয়ে অপহরণের সময় একজন গ্রেপ্তার

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

সাভারের ও আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় সাদ্দাম হোসেন রাজিব (৪১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল বসুন্ধরা এলাকায় এমন ঘটনা ঘটে। আটককৃত অপহরণকারী সাদ্দাম হোসেন রাজিব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় থাকতেন।


অপরদিকে ভুক্তভোগীর নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টকলটের ব্যবসা করে আসছিলেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হায়েস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলীকে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যেতে থাকে। তবে অপহরণকারীদের মধ্যে সাদ্দাম হোসেন রাজীব নামে একজনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।


ভুক্তভোগী নবাব আলী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হায়েস গাড়ি থেকে কয়েকজন লোক আমাকে থামতে বলে। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাড়িয়ে দ্রুত সামনে যাওয়ার চেষ্টা করি। তবে রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ি থেকে অপহরণকারীরা নেমে বলতে থাকে আমার কাছে নাকি অস্ত্র আছে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে এলাকাবাসী।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় আটককৃত যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARE

Author: verified_user

0 comments: