রাত পোহালেই অস্কার, কার হাতে উঠবে পুরস্কার
কাগজে–কলমে ১০টি সিনেমা মনোনয়ন পেয়েছে বটে, তবে সমালোচকদের অনুমান ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’—এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার।
এই বিভাগে ফেবারিটের তালিকা ছোট। হয় শন বেকার (‘আনোরা’), নয়তো ব্র্যাডি করবেট (‘দ্য ব্রুটালিস্ট’)।
এ ক্ষেত্রেও অনেক সমালোচকের মত, পুরস্কার জেতা উচিত ব্রাডির কিন্তু শেষ হাসি হাসবেন বেকার।
সেরা অভিনেত্রী
তাই ধারণা করা হচ্ছে, ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’) বা মাইকি ম্যাডিসনের (‘আনোরা’) হাতেই উঠবে এ পুরস্কার। কেউ কেউ আবার উইকেড অভিনেত্রী সিনথিয়া আরিভোকেও এগিয়ে রাখছেন। তবে অনেক সমালোচকের মত, এই পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার ফিরনান্দা তোরেস (‘আই অ্যাম স্টিল হেয়ার’)। তবে তোরেস যে পুরস্কার পাবেন না, সেটাও ধারণা সমালোচকদের।
সেরা অভিনেতা
কেউ কেউ আবার ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় বব ডিলানের চরিত্রে অভিনয় করা টিমোথি শ্যালামের নামও বলছেন। তবে সমালোচকদের ধারণা, শেষ পর্যন্ত ব্রডিই পুরস্কার জিতবেন। ‘দ্য পিয়ানিস্ট’-এর পর দ্বিতীয়বার অস্কার উঠতে পারে তাঁর হাতে।
পার্শ্বচরিত্রে কে হবে সেরা
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে তিনি যে অস্কার জিতবেন, তা প্রায় সব সমালোচকেরই অনুমান। একই অবস্থা পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ক্ষেত্রেই। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জোয়ি সালডানা। মনে করা হচ্ছে, তিনিই এ বিভাগে অস্কার জিতবেন। কিরান ও জোয়ি—দুজনই এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।
সেরা আন্তর্জাতিক সিনেমা
0 comments: